১৫ মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
১৫ মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ওআইসি এর পক্ষ থেকে পাকিস্তানের প্রস্তাবটি গৃহীত হয়।
বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। কিন্তু এতে ভারত, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আপত্তি জানিয়েছে। এদিকে, প্রস্তাবটি গৃহীত হওয়ায় মুসলিম উম্মাহকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ছাড়া বিশ্বের সমস্ত ধরনের বর্ণবাদ, জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং নেতিবাচক প্রথার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া। একই সঙ্গে সব ধর্ম, বর্ণ ও জাতির মধ্যে সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তঃধর্ম ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা প্রচার করা।