১৫ দিনের সরকারি সফরে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৮০৪ বার পড়া হয়েছে
১৫ দিনের সরকারি সফরে আগামীকাল জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সফরে জাপানের সাথে ৮টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
আর যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে। যুক্তরাজ্য সফরে যোগ দেবেন রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, জাপানে তিনদিনের সরকারি সফরে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজ ভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ ৮টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জাপান সফর শেষে ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবেন। ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে দেশটির সাথে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে না।
তিনি জানান, আগামী ৪ থেকে ৮ মে যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী। ৬ মে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ৯ মে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলেও জানান এ কে আব্দুল মোমেন।