১৫ দিনের সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে বিদায় জানান। যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনা ৬ মে রাজা তৃতীয় চার্লস ও রানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। রাজা চার্লসের সঙ্গে মতবিনিময় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন। এর আগে যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান যোগ দেন এবং আইএমএফ’এর এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে একাধিক বৈঠকসহ বেশ কিছু ইভেন্টে অংশগ্রহণ করেন। জাপান সরকারের আমন্ত্রণে ২৫ এপ্রিল শুরু হয় প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর। ৪ দিনের জাপান সফরে কৃষি, মেট্রো রেল, প্রতিরক্ষা সহযোগিতাসহ আটটি চুক্তি স্বাক্ষর হয়।