১৪ বছর পর সম্মেলন ঘিরে উজ্জীবিত খুলনা মহানগর বিএনপি
- আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
খুলনা সিটি নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে খুলনা মহানগর বিএনপি। একইসঙ্গে মহানগরীর চারটি থানায় দীর্ঘ ১৪ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে চলছে নানান জল্পনা-কল্পনা। নিজেদের পদ-পদবী নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছেন পদ প্রত্যাশীর।
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেউ অংশগ্রহণ করলে বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দল কোন নির্বাচনে যাবে না কেন্দ্রীয় কমিটির এমন সিদ্ধান্তে এ ঘোষণা দিয়েছে মহানগর শাখা।
আগামী ৮. ৯. ১০ ও ১১তারিখের মে মাসের মহানগরীর খুলনা সদর,সোনাডাঙ্গা,দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে। থানা সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে-তা নিয়েই শুরু হয়েছে হিসাব-নিকাশ। তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে কাউন্সিলের মাধ্যমে দলের গণতন্ত্রের বিকাশ ঘটবে বলে আশা করছে পদ প্রত্যাশীরা।
যারা চলমান ফ্যাসিবাদ আন্দোলনে আছেন তারাই এ কাউন্সিলে অংশগ্রহণ করবেন এবং হামলা ও মামলাসহ নির্যাতিতরাই নেতৃত্বে আসবেন বলে জানান খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব।
আর মহানগর বিএনপির আহবায়ক বললেন, এবার কর্মীরা প্রত্যক্ষভাবে ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে।
তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে সব স্তরে কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলের গণতন্ত্রের বিকাশ ঘটাতে পারলে বিএনপি আরো শক্তিশালী হবে মনে করছে তৃণমূল নেতা কর্মীরা।