১৪ বছরে পা রাখলো দেশের প্রথম এইচডি চ্যানেল এসএ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাফল্যের তেরো পেরিয়ে ১৪ বছরে পা রাখলো দেশের প্রথম এইচডি চ্যানেল এসএ টিভি। ‘সাথে আছি সবসময়’—স্লোগানকে ধারণ করে, দেশের এতিহ্য, সংস্কৃতি, রাজনীতি অর্থনীতিকে ধারণা করে, দীর্ঘ এ পথচলায়, মানুষের মনে জায়গা করে নিয়েছে। পর্দার পেছনের কারিগর আর সম্মুখ সারির কর্মীদের চেষ্টায় এসএ টিভি হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে, দেশ ও গণমানুষের সাথে আগামীতে বিশ্বদরবারে মাথা উঁচু করে ভূমিকা রাখবে এসএ টিভি-এমন প্রত্যয়ের কথা জানান ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
সাফল্যের ১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি। ‘সাথে আছি সবসময়’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
আধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহারে এসএ টিভি দেশকে দেখিয়েছে নতুন দিগন্ত। প্রথমবারের মতো ‘আইডল’ ফ্র্যাঞ্চাইজি আনার পাশাপাশি দীর্ঘ পথ চলায় বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন সম্প্রচার করে, জায়গা করে নিয়েছে কোটি মানুষের হৃদয়ে।
এসএটিভিতে রয়েছে নানা শ্রেনী পেশা ও বয়সের মানুষের জন্য বিশেষ অনুষ্ঠানমালা । টকশো লেট এডিশন, এসএ টিভি সংলাপের মাধ্যমে তুলে ধরা হয় জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুর চূলচেড়া বিশ্লেষন। আর বিশ্বের চলমান ঘটনা প্রবাহের বিশ্লেষন ও লাইফ কানেকটিভিটি নিয়ে ভিন্নধর্মী আয়োজন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে।
সংঙ্গীত আয়োজনে এসএ টিভির বিশেষ অনুষ্ঠান গহীনের গান, ব্যান্ডদলের পরিবেশনা এসএ লাইভ স্টুডিও, সন্ধ্যার মেঘমালা কোটি দর্শক হৃদয় জয় করে,এখনো জনপ্রিয়তার শীর্ষে।
তেরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও পথ চলার ১৪ বর্ষে পদার্পনের মাহেন্দ্রক্ষণে, এসএ টিভির অগনিত দর্শক, শ্রোতা, শুভান্যুধায়ী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটরসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
দেশ ও গণমানুষের পক্ষে আগামীতেও এসএ টিভি অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
সংবাদ সম্প্রচারে আধুনিকতা, সুস্থ বিনোদনে নতুন মাত্রা সংযোজন করার ক্ষেত্রেও আগামী দিনে সচেষ্ট থাকার কথা জানান সালাহউদ্দিন আহমেদ।
সব বাধা পেরিয়ে সত্যের পথে অবিচল থেকে আগামী দিনগুলোতেও এসএ টিভি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে—এমনটাই প্রত্যাশা সবার।























