১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ কর্মসূচির ঘোষণা গণতন্ত্র মঞ্চের

- আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ৭ দলীয় জোট- গণতন্ত্র মঞ্চ।
রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষে রোডমার্চ শুরু হবে। তিন দিনের এ রোডমার্চে আট জায়গায় সমাবেশ করবে তারা।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা রোডমার্চে নেতৃত্ব দেবেন। এতে অংশ নেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
এসময়ে জেএসডির সভাপতি আসম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য দেন। আসম আব্দুর রব- দেশে বিদ্যুত সংকটের তীব্র সমালোচনা করে সংকট উত্তরণে সবাইকে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান।