১৪৮ কোটি অবৈধ লেনদেনের অভিযোগে এমপি পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০১:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫১২ বার পড়া হয়েছে
মানিলন্ডারিং ও শ্যালিকার অ্যাকাউন্টে ১৪৮ কোটি টাকা লেনদেনের ঘটনায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুল এবং তাঁর স্ত্রী- এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানান দুদক কমিশনার মোজাম্মেল হক খান।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের অর্থপাচারসহ মানবপাচারের অপরাধে কুয়েতে গ্রেফতারের পরই বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। এতে পাপুলের স্ত্রী, শ্যালিকাসহ বেশ কয়েকজনের নানা তথ্য উঠে আসে।
শ্যালিকা জেসমিন প্রধানের মালিকানায় ‘লীলাবালি’ নামের একটি কাগুজে প্রতিষ্ঠানও গড়ে তোলেন এমপি পাপুল। ওই প্রতিষ্ঠানের আড়ালে জেসমিনের পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত পাচার করা হয় ১৪৮ কোটি টাকা। ৩৪টি এফডিআরে থাকা ২ কোটি ৩১ লাখ টাকার বৈধ কোন উৎসও দেখাতে পারেননি জেসমিন প্রধান।
এজাহারে উল্লেখ করা, ২৩ বছর বয়সী জেসমিন প্রধানের আয়ের কোন বৈধ উৎস নেই। তার একাউন্ট থেকে পাপুলের পরিবারের সদস্যদের একাউন্টে বিভিন্ন সময় বিপুল লেনদেনের বৈধ কোন উৎস দেখাতে পারেননি জেসমিন।
দুদক কমিশনার জানান, এমপি পাপুলকে প্রয়োজনে আর্ন্তজাতিক আইনের মাধ্যমে দেশে আনা হবে। আরো বেশ ক’জন এমপির বিরুদ্ধেও অনুসন্ধান চলমান থাকার কথা জানিয়ে তিনি বলেন, দোষী প্রমাণিত হলে সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দুদক কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা করে অনুসন্ধান বা মামলা করে না বলেও জানান দুদক কমিশনার।