অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১৩ই জুন শুরু হচ্ছে ইতালিয়ান লিগ সিরি’আ। তবে, দিনক্ষণ চূড়ান্ত করলেও দেশটির সরকারের অনুমতির অপেক্ষায় ক্লাবগুলো আর লিগ কর্তৃপক্ষ।
ভিডিও কনফারেন্সে দুটি তারিখ ১৩ ও ২০শে জুন পুনরায় মাঠে খেলা ফেরাতে ক্লাবগুলোর সাথে আলোচনা হয় দেশটির ফুটবল ফেডারেশন ও সরকারি কর্মকর্তাদের। বেশির ভাগ ক্লাবই ১৩ জুনের পক্ষে সম্মুতি দিয়েছে। তবে, এখনও অবশ্য সবকিছু চূড়ান্ত হয়নি। সরকার অনুমোদন করলে তবেই ইতালিয়ান লিগ ফেরার ঘোষণা আসবে। সিরি আ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লিগ ফেরাতে সরকারের সিদ্ধান্ত ও চিকিৎসাবিষয়ক প্রটোকল মেনে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরই মধ্যে ধাপে ধাপে অনুশীলনে ফিরতে শুরু করেছে দলগুলো। পুরোদমে অনুশীলন শুরু আগামী সপ্তাহে।