১০ দফা দাবি বাস্তবায়নে দেশের জেলা ও মহানগরে বিএনপির কর্মসূচি
- আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালনে করবে বিএনপি। সারা দেশে ৯ দিনের এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।
যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি পালন হবে। একই দিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করবে। সারাদেশে মতবিনিময় ও গণসংযোগ চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ১৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৩৭টি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এসব সভায় নানা খাতে সরকারের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা হবে। এছাড়াও ৮২টি সাংগঠনিক জেলা, ৬ শতাধিক থানা-উপজেলায় অবস্থান, মানববন্ধন ও গণসংযোগ করা হবে। তৃণমূলের এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে দল। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কসহ দশ দফা দাবিতে আন্দোলন জোরদারে তৎপর বিএনপি।