১০ দফা দাবি আদায়ে পদযাত্রা করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দুপুর ২টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু করে শহীদ ফারুক সড়ক হয়ে জুরাইন রেল গেটের কাছে গিয়ে শেষ হবে।
চার দিনের পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনেও উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম। পদযাত্রায় অংশ নিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এরই মধ্যে আইডিয়াল স্কুলের সামনে জড়ো হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা যায় তাদের। আগামী ৩১ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে।