১০ ডিসেম্বর রোববার হরতাল বা অবরোধ কর্মসূচি দিচ্ছে না বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ২০০৪ বার পড়া হয়েছে
১০ ডিসেম্বর রোববার হরতাল বা অবরোধ কর্মসূচি দিচ্ছে না বিএনপি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ৪২ দিন পর হরতাল-অবরোধ মুক্ত থাকবে দেশ।
নির্বাচন ঠেকাতে গত ২৯ অক্টোবর থেকে মঙ্গলবার বাদে সব কার্যদিবসে হরতাল বা অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। হরতাল বা অবরোধ না করলেও এদিন দলটি ‘সরকারি দমন-পীড়ন’র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে। গুম, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও গ্রেফতারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। সেখানে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের পরিবার উপস্থিত থাকবে। অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন করা হবে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।