১০ জানুয়ারি থেকে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু করবে ভারত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
 - / ১৬১১ বার পড়া হয়েছে
 
১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের ওপর করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু করবে ভারত। প্রথম দফায় দেয়া হবে স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনারদের।
চিকিৎসকদের সুপারিশে বুস্টার পাবেন ষাটোর্ধরা। ১৫ থেকে ১৮ বছর বয়সীরাও এই টিকার আওতায় আসবে। সোমবার থেকে শুরু হবে এই কর্মসূচি। সতর্কতামূলক বুস্টার ডোজ পাবেন স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনাররা। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের জেরে এমন সতর্কতামূলক পদক্ষেপ মোদি প্রশাসনের। এ পর্যন্ত ১৭টি প্রদেশে ৪ শতাধিক ওমিক্রন সংক্রমিত শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকা কর্মসূচির গতি দ্বিগুণ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
																			
																		















