হোসেনি দালানে বোমা হামলা মামলায় আরমানকে ১০,কবিরকে ৭ বছরের কারাদন্ড
																
								
							
                                - আপডেট সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
 - / ১৬৩৬ বার পড়া হয়েছে
 
পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলা মামলার রায়ে আসামি আরমান মনিরের ১০ বছর এবং কবির হোসেনের সাত বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মামলার বাকি ৬ আসামি খালাস পেয়েছেন।
২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে সংঘটিত বোমা হামলার এই রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, হাফেজ আহসান উল্লাহ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া। মামলার বিবরনে বলা হয়, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিরা বোমা হামলা চালায়। ২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পর ওই আদালতে মামলার বাদী মো. জালাল উদ্দিন সাক্ষ্য দেন। এরপর ২০১৮ সালের ১৪ মে মামলাটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলি হয়। মামলাটি বদলি হওয়ার পর থেকে পায় গতি। ট্রাইব্যুনালে আসার পর ১০ জনের সাক্ষ্য নেয়া হয়।
																			
																		















