হোবার্ট থেকে সিডনিতে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
হোবার্ট থেকে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় দুপুরে সিডনিতে পৌঁছায় ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা।
বিমানবন্দরে বেশ ভালো মেজাজে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসান ও অন্যান্য কর্মকর্তাদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ সকালে সিডনি পৌঁছায়। ভ্রমণ ক্লান্তির কারণে এ দিন অনুশীলন করেনি তারা। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বুধবার অনুশীলনের কথা বাংলাদেশ দলের। ১ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা টাইগাররা ধরে রাখতে চাইবে জয়ের ধারা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা।