হোবার্ট টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫০৪ বার পড়া হয়েছে
হোবার্ট টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের লিড নিয়েছে অজিরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।
১১৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলীয় ৩৩ রানের ৩ উইকেট হারায় প্যাট কামিন্সের দল। ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা ও মার্নাস লাবুশান সবাই ব্যর্থ। ১৭ রানের অপরাজিত থেকে দিন শেষ করেছেন স্টিভেন স্মিথ। ৩ রানে সঙ্গী নাইট ওয়াচম্যান স্কট বোল্যান্ড। এর আগে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩০৩ রানের জবাবে মাত্র ১৮৮ রানের অলআউট হয় ইংল্যান্ড। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের বোলিং তোপে বড় সংগ্রহ পায়নি কোন ইংলিশ ব্যাটার। সর্বোচ্চ ৩৬ রান করে ক্রিস ওকস। চার উইকেট নেন কামিন্স। ৩ উইকেট শিকার স্টার্কের। প্রথম তিন টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।