হোটেল-মোটেল খাতে ভ্যাট-ট্যাক্স কমানোর দাবি জানিয়েছে বিহা
- আপডেট সময় : ০৯:২১:১১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হোটেল-মোটেল খাতে ভ্যাট-ট্যাক্স কমানোর দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশন..বিহা। বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে ভিসা জটিলতা দূর ও বিমান ভাড়া কমানোর আহবান জানান তারা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব দাবি জানান বিহা কর্মকর্তারা। অনুষ্ঠানে, পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে।
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২২ অর্জন করেছে বাংলাদেশ। এটি ইমার্জিং ডেস্টিনেশন অ্যাওয়ার্ড-ভিজিটর হিসেবে পুরস্কৃত হয়।
রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাওয়ার্ডটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাতে তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশন-বিহা’র সভাপতি এইচ এম হাকিম আলী।
অনুষ্ঠানে গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের পরিচালক অপারেশন শামসুল আলম পাস্থসহ বিভিন্ন তারকা হোটেল মালিকরা উপস্থিত ছিলেন। দেশের পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তারা বলেন, পর্যটনকে এগিয়ে নিতে হোটেল-মোটেল ব্যবসা থেকে ভ্যাট ট্যাক্স কমাতে হবে।
হোটেল মোটেল থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেলেও, এ খাতকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেন বিহা’র নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনপ্রতিমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাময় পর্যটন খাত দ্রুতএগিয়ে যাচ্ছে।
পরে সাংবাদিকদে প্রশ্নের জবাবে, হোটেল-মোটেলর ভ্যাট-ট্যাক্স কমানোসহ পর্যটনের বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান মাহবুব আলী।