হিলি স্থলবন্দর হাট-বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনায় রোজাকে সমানে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর হাট-বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম।
২ থেকে ৩ দিনে কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এক সপ্তাহ আগেও কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। হিলির আমদানীকারকরা বলছেন, ভারত থেকে একমাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় এখন থেকে কৃষকেরা ঘরে মজুদ বাড়ানোয় দেশি পেঁয়াজও বাজারে কম আসছে। কিন্তু রোজা উপলক্ষে বাড়ছে চাহিদা। অথচ বাজারে সে অনুযায়ী এখন পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে বাড়তির দিকে পেঁয়াজের দাম।