হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৬ দিন পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপকে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, পূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। ১৬ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল স্টাফ এসোসিয়েনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানিয়েছেন।