হিমাগারে আলু রেখে লোকসানে বগুড়ার কৃষক ও ব্যবসায়ীরা

- আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
স্বপ্নের আলু এখন কৃষকের গলার ফাঁস। লাভের আশায় হিমাগারে রেখে এবারও বড় লোকসানে পড়েছেন তারা। প্রতি কেজিতে চার থেকে ছয় টাকা লোকসান গুণতে হচ্ছে। পুঁজি হারিয়ে নিঃস্ব অনেকেই। পাওনাদারের ভয়ে পালিয়ে আছেন বহু চাষী।
আলুর মৌসুম শেষ। বাজারে উঠেছে নতুন আলু। তবে এখনও হাজার হাজার বস্তা আলু অবিক্রিত পড়ে আছে হিমাগারে। কোথাও গাছ গজেছে,আবার কোথাও পঁচন। গেল বছর লোকসানের পর, এবার আরো বড় লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা। স্বপ্নের আলুই এখন দুঃস্বপ্নের কারণ।বগুড়া-জয়পুরহাট অঞ্চলের ৫৮টি হিমাগারে অবিক্রিত আছে ৪ লাখ ২২ হাজার বস্তা আলু। যার দাম প্রায় ১০০ কোটি টাকা।
ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন বেশি আর রপ্তানি না হওয়ার কারণে দিনে দিনে কমেছে আলুর বাজার। টানা দু’বছর লোকসানে তাদের মুলধন নেই।
তবে আগামী বছর দাম বাড়বে এমন আশার কথা শোনালেন,এই কৃষিবিদ।
আগামীতে রপ্তানির উদ্যোগ আর বাজার ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানান কৃষকরা।