হিন্দু আইন সংস্কারের নামে অশান্তি সৃষ্টির পায়তারা করছে একটি চক্র : হিন্দু মহাজোট
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
হিন্দু আইন সংস্কারের নামে অশান্তি সৃষ্টির পায়তারা করছে একটি চক্র। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে জাতীয় হিন্দু মহাজোট। চলমান আইন ও বিধি-বিধান বহাল রাখারও দাবি করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে হিন্দু মহাজোট। এতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী অভিযোগ করেন, মানুষের জন্য ফাউন্ডেশন নামের একটি এনজিও হাজার বছরের হিন্দু আইন সংস্কারের ষড়যন্ত্র করছে। বিদেশী অর্থায়নে এনজিওটি বাংলাদেশকে হিন্দু শুন্য করার চক্রান্ত করছে। তিনি বলেন, হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করতে আইন কমিশনে একটি প্রস্তাব দেয়া হয়েছে। সেটি বাস্তবায়ন হলে হিন্দুদের ঘরে ঘরে অশান্তি এবং বিশৃংখলা সৃষ্টির আশংকা জানায় জাতীয় হিন্দু মহাজোট।

 
																			 
																		























