হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটি অশুভ চক্র, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, এ কারণেই হিন্দুদের ওপর হামলা ঠেকাতে সতর্ক আহ্বান জানান তিনি।
সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভয় না পাওয়ার কথাও বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা হামলা চালায় তারা দুর্বৃত্ত।
এদের রুখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে। বিরোধী দলকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ভোট এলেই হিন্দুদের দুয়ারে ভোট চাইতে গেলেও বিপদে তাদের পাশে কেউ থাকে না?