হিট স্ট্রোকে মরছে খামারের মুরগি

- আপডেট সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
তীব্র খরতাপে পুড়ছে পুরো দেশ। এর প্রভাব পড়েছে মেহেরপুরের ফসলি জমি ও প্রাণী খামারীদের উপর। ফসলের মাঠে বেড়েছে পোকার আক্রমণ। শুকিয়ে মরে যাচ্ছে গাছ। ফার্মে হিট স্ট্রোকে মরছে মুরগী। ব্যাহত হচ্ছে মাংস ও ডিম উৎপাদন। ফলে বড় ধরনের লোকসানের মুখে চাষি ও খামারীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খরিপ—১ মৌসূমে ফসল উৎপাদনের সহনীয় তাপমাত্রা ১৮ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। অথচ দুই সপ্তাহজুড়ে মেহেরপুরের তাপমাত্রা বিরাজ করছে ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে। তার প্রভাব পড়েছে ফসলী জমিতে। বোরো ধানে দেখা দিয়েছে চিটা। ফলন বিপর্যয়ের শঙ্কায় চাষীরা।অন্যদিকে সবজি আবাদ নিয়েও বিপাকে পড়েছে চাষিরা। তারা বলছেন, বার বার সেচ দিয়েও ফসল বাচানো যাচ্ছেনা। গাছ থেকে পাতা হলদে বর্ণ ধারণ করে শুকিয়ে যাচ্ছে। ফুল ও ফল ঝরে যাচ্ছে।মরে যাচ্ছে গাছ। দেখা দিয়েছে পোকার আক্রমণ।
এদিকে প্রচন্ড গরমে স্বস্থি নেয় গরু ও মুরগী খামারীদের। খামারে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগী। ব্যাহত হচ্ছে ডিম ও মাংস উৎপাদনে। গরু আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগব্যাধিতে, কমেছে দুধ উৎপাদনফসল রক্ষার্থে জমিতে বার বার সেচ প্রদান ও কিটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন এই কৃষি কৃষিকর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারের সেডের উপর ও নীচে ভেজা বস্তা দিয়ে রাখার পাশাপাশি প্রাণিদের বাড়তি পরিচর্যার মধ্যে রাখতে হবে।