হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৮২৫ বার পড়া হয়েছে
মেধাবী ও উচ্চবিত্তদের টার্গেট করে বানানো হয় সদস্য। সেই সদস্যদের দিয়ে চালানোয় হয় প্রচারণা। এর ধারবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর অনলাইন সম্মেলন করে সরকারকে উৎখাতসহ সাম্প্রদায়িক উসকানীদেয় জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর প্রথম সারির নেতা তৌহিদুর রহমান সিফাত। গতকাল কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসি। ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান।
গত ৩০ সেপ্টেম্বর হিজবুত তাহরীর একটি অনলাইন সম্মেলন করে। সম্মেলনের জন্য বিভিন্নভাবে প্রচারণায় নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ায় সাংগঠনটি। অনলাইন সম্মেলনে প্রধান বক্তা ছিলেন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমান ওরফে সিফাত।
নিষিদ্ধের ১৪ বছর পর হিজবুত তাহরীরের শীর্ষ নেতাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ সব এতথ্য জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান। আসাদুজ্জামান জানান,সংগঠনটি দেশের প্রচলিত রাষ্ট্রব্যবস্থা বিশ্বাস করে না। সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে মেধাবীদের টার্গেট করে সদস্য বানানোর কাজ করে আসছিলো সংগঠনটি। গ্রেফতারকৃত তৌহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে, দীর্ঘদিন ধরে হিজবুত তাহরীরের ফুলটাইম সদস্য হিসেবে কাজ করছে বলে জানান আসাদুজ্জামান।