হিজড়া সেজে ছিনিয়ে নিল আসামি, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৮১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কালুরঘাটের মাদক পাচার সিন্ডিকেটের হোতা হানিফ ও তাদের গডফাদার পাপ্পী-ববির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২০ নভেম্বর) চট্টগ্রামের চান্দগাঁও থানার সামনে ও ক্ষতিগ্রস্ত পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন তারা। এর আগে চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় পুলিশের ওপর হামলা করে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক ব্যবসা করে আসছে হানিফ ও তার সহযোগীরা। এর আগে শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশ কিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের ‘রেলওয়ে মুরিং ঘাটে’ অবস্থান নেয়। সেখান থেকে যুবকদের হিজড়া সাজিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়।
এদিকে রোববার সকালে মাদক ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ ফাঁড়ির পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় তিনি জানান, মাদক পাচার সিন্ডিকেটের হোতা হানিফ ও তার সহযোগীদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, শনিবার রাতে হানিফ ও দেলোয়ার নামে দুজনকে পাঁচ হাজার ইয়াবাসহ আটকের পর কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যাচ্ছিল চান্দগাঁও থানা পুলিশ। এ সময় ওই এলাকার কিছু ট্রান্সজেন্ডার পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৯ নভেম্বর) ইয়াবসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়।
তথ্যসুত্র – আরটিভি