হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন : সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচারের মাধ্যমে দৃষ্ট্রান্ত স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এসএ টিভিকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের ন্যায় হাসিনাসহ তার পলাতক দুর্নীবাজ দোসরদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা উচিত এবং সেই ক্ষেত্রে আগামী সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আটক শিক্ষার্থীদের মুক্তি এবং আহতদের ক্ষতিপূরণে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বাও জনান তিনি। পাশাপাশি সৎ এবং যোগ্য লোকদের সমন্বয়ে তত্বাবধায়ক সরকার গ্রঠন করা হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
হাসিনা বিরোধী শ্লোগানে উত্তাল সারাদেশ। ছাত্র জনতার এই বিজয় উল্লাসই বলে দেয় স্বৈরাচারের নাগপাশ থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ, ফিরে পেয়েছে মুক্ত কণ্ঠে কথা বলার অধিকার।
আর সেই বিজয়ের প্রতিক্রিয়া এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।
একই সঙ্গে আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আগামী সরকারের করণীয় সম্পর্কেও কথা বলেন এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।
পলাতক হাসিনা কে দেশে ফেরাতে বঙ্গবন্ধু হত্যা মামলার দৃষ্ট্রান্ত অনুসরণের পরামর্শ দেন তিনি।
দেশে থাকা দুর্নীতিবাজা রাজনীতিবিদ ও আমলাদের গ্রেফতার ও বর্ডার সিল করার দাবীও জানান তিনি।
যারা জঙ্গী নাটক সাজিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাদেরও বিচার দাবী করেন তিনি।
দেশ গড়ায় সবার সম্মিলিত প্রচেষ্ঠার বিকল্প নেই বলেও মনে করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।