হার্টে রিং লাগানোর ৭২ ঘণ্টা পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকট কাটেনি বলে জানিয়েছে চিকিৎসকরা। তার একটি ব্লকে রিং পরানো হলেও আরও দুটো ব্লক আছে। সে বিষয় সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দিতে দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য ও বিএনপি নেতারা। হার্টের জটিলতা নিয়ে শনিবার মধ্য রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর খালেদা জিয়ার এনজিওগ্রাম করলে তার আর্টারিতে তিনটি ব্লক চিহ্নিত হয়। পরে, একটি ব্লকে রিং পরানোর পর রাখা হয় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। দুপুরে শেষ হয়েছে সেই সময়সীমা। বাকি দুটি ব্লকের বিষয়ে চিকিৎসক দলের বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।