হাটবাজারে না ঘুরে ঘরে বসেই মনের মতো আম পাচ্ছেন ক্রেতারা

- আপডেট সময় : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ডিজিটাল লেনদেনের ঢেউ লেগেছে আমের বাজারেও। হাটবাজারে না ঘুরে ঘরে বসেই মনের মতো আম পাচ্ছেন ক্রেতারা। এতে সময় ও অর্থ –দুটোই সাশ্রয় হচ্ছে। অপরদিকে, অনলাইন ব্যবসায় জড়িত বিপুলসংখ্যক বেকারের আয়-রোজগারও হচ্ছে।
রাজশাহীর আমের খ্যাতি সারাদেশেই। কমবেশি দেশজুড়েই এর চাহিদা। তাই রাজশাহী থেকে ট্রাকে করে আম চলে যেতো ঢাকাসহ বিভিন্ন জেলায়। বাইরের জেলার ক্রেতাদের ভরসা ছিল পাইকার বা আড়তদারই। তবে এভাবে আম কিনে নানা বিড়ম্বনায় পড়তে হতো ক্রেতাদের।
কিন্তু এখন সেদিন আর নেই। আম কেনাবেচায় অনলাইন প্লাটফর্ম বেশ জায়গা করে নিয়েছে ক্রেতাদের মাঝে। এখন আর হাটবাজারে ঘুরে ঘুরে আম না কিনে রাজশাহীর বাইরের ক্রেতারা অনলাইনেই অর্ডার দিচ্ছেন ঘরে বসে। তাই বানেশ্বর হাটে ভীড় করছেন অনলাইনে আম বিক্রেতারা।
তবে আম কেনাবেচায় অনলাইন প্লাটফর্ম বেশ জনপ্রিয় হয়ে ওঠায় ব্যবসায় মন্দা যাচ্ছে আড়তদারদের।
কৃষি বিভাগ বলছে, অনলাইন কেনাবেচায় আম এখন সবার কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। পাশাপাশি বেকার তরুণদেরও বাড়তি আয়ের পথ খুলেছে।
রাজশাহী জেলায় এবার ফলন কম হওয়ায় আমের দাম বেশ চড়া। চলতি মওসুমে অন্তত দু’হাজার কোটি টাকার লেনদেন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।