হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

- আপডেট সময় : ০৮:১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর হাজারীবাগে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত। বিএনপি নেতারা তাদের সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বলেন, মার দিলে বিএনপি এখন আর বসে মার হজম করবে না। মার ফেরত দেবে। আঘাত এলে প্রতিহত করবে। সমাবেশ বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশকে আজ শ্মশানে পরিণত করেছে বর্তমান সরকার।
বিএনপির পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচির ১৫তম সমাবেশ হবার কথা ছিল রাজধানীর কলাবাগানে। কিন্তু একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ ডাকায় পুলিশী অনুমতির অভাবে তড়িঘড়ি করে হাজারীবাগে সমাবেশ সরিয়ে নেয় বিএনপি।
সমাবেশের শুরু হলেই বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ। বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
সমাবেশে হামলা, বার বার ভেন্যু পরিবর্তন, অনুমতি না দেয়ায় সরকারের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।
সমাবেশে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির হাতে লাঠি তুলে নিতে বাধ্য করছে আওয়ামী লীগ।
সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।