হাইতিতে ভূমিকম্প আঘাত হেনেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
হাইতিতে ভূমিকম্প আঘাত হেনেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পর বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমের উপকূলীয় একটি ছোট শহরে ভূমিকম্প হয়। এ সময় একটি দেওয়াল ধসে একজন নারী নিহত হয়েছেন। নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নিপস জেলায়। সেখানে প্রায় ২শ বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ৬শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহতদের বয়স সম্পর্কে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।