হাঁটুভাঙা দল বিএনপিকে দিয়ে এদেশে আর কিছু হবে না : কাদের
- আপডেট সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বিএনপিকে হাঁটুভাঙা দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে এদেশে আর কিছু হবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ওলামা লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায়, বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওলামা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে মানুষ আর সাড়া দেয় না। মানুষ বুঝে গেছে, এই বিএনপিকে দিয়ে আর কিছু হবে না।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সরকারের পতনের নির্দিষ্ট সময় ও দিনক্ষণ জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাথে জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
চোখে ও কানে সমস্যা থাকার কারণেই বিএনপি নেতারা শেখ হাসিনার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা দেখতে ও শুনতে পায় না বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।