হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নামে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুছ মিয়া নামে একজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, কুদ্দুছ মিয়ার সাথে প্রতিবেশী শাহজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গেল রাতে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজাহান মিয়া ও তার লোকজন কুদ্দুছ মিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কুদ্দুছ মিয়াসহ ৩ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক কুদ্দুছ মিয়াকে মৃত ঘোষণা করেন।কুদ্দুছ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামের আকবর আলীর ছেলে।