হবিগঞ্জে ড্রাগন ফল চাষে সফলতা পেয়েছেন সৌদি আরব প্রবাসী জহুর হোসেন

- আপডেট সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ড্রাগন ফল চাষে সফলতা পেয়েছেন সৌদি আরব প্রবাসী জহুর হোসেন। ৫২ লাখ টাকা ব্যয়ে ২৫২ শতক জায়গায় বাগান গড়ে তোলেন এ প্রবাসী। এক বছর আগে করা বাগানে শুরু হয়েছে ফলন। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মওসুমেই লাভের মুখ দেখার আশা এই উদ্যোক্তার।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকায় ড্রাগন বাগান গড়ে তুলেন সৌদি আরব প্রবাসী জহুর হোসেন। ২০২১ সালের জুন মাসে ২৫২ শতক জায়গায় রোপন করেন সাড়ে ৭ হাজার ড্রাগন ফলের চারা। বছর জুড়ে বাগান পরিচর্যায় কাজ করছে ৪ জন শ্রমিক। এবার বাগান থেকে ফলন আসতে শুরু করেছে। প্রতিদিনই সংগ্রহ করা হচ্ছে পাকা ফল। বিক্রি করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।
ড্রাগন বাগানটিতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৫২ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হয়েছে এবার। চলতি মওসুমেই লাভ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ড্রাগন ফল বাগানের সফলতায় উৎসাহিত আশেপাশের মানুষও।
জহুর হোসেনের মতো অন্য প্রবাসীদেরও স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
সট: মোহাম্মদ আলী, চেয়ারম্যান, গাজীপুর ইউনিয়ন পরিষদ, চুনারুঘাট, হবিগঞ্জ।
বাগানটিতে বিষমুক্ত চাষাবাদে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ।