হবিগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে।
মধ্যরাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলায় পৌঁছালে ঢাকাগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি।