হঠাৎ করেই বেড়েছে নিউমোনিয়া রোগ
- আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।প্রতিদিন গড়ে প্রায় একশো শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। সংরক্ষিত ২০ শয্যার বিপরীতে ভর্তির অপেক্ষায় থাকতে হচ্ছে ৪০০’র অধিক শিশুকে। শয্যা সংকটের কারণে নোংরা পরিবেশেও হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে শত শত শিশুকে। এতে ক্ষোভ বাড়ছে স্বজনদের। অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের।
শিশু ওয়ার্ডের সামনের বারান্দার মেঝে শিশু রোগীতে ঠাসা। বারান্দার পাশে মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড ইউনিট-২ এ শিশু রোগী রাখা হয়েছে। গাদাগাদি করে সেখানে বিছানা করে রাখা হয়েছে। সরকারী হাসপাতালেও ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। এতে দেখা দিয়েছে নানা সংকট। অভিযোগ রোগীর স্বজনদের।
চিকিৎসরা সঠিক ভাবে দায়িত্বপালন করেন না। প্রয়োজনের তুলনায় সেবার মান খুবই অপ্রতুল। সেবা পেতে গুনতে হয় টাকাও। আছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। এতোসব অভিযোগ-অনুযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।
অতিরিক্ত শিশু ওয়ার্ডের ব্যবস্থা করে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন এই আবাসিক চিকিৎসা কর্মকর্তা।
চিকিৎসা ব্যবস্থা নাজুক আর প্রশাসনিক দুর্বলতার কারণে কুষ্টিয়া ২’শ ৫০ শর্য্যার হাসাতালে সেবার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। সঠিক পদক্ষেপ না নিলে যে কোন সময় পুরো চিকিৎসা সেবা ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা করছেনস সচেতন মহল ।