হজ নিবন্ধন করার সময়সীমা ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ালো
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
 - / ১৭০৫ বার পড়া হয়েছে
 
হজ নিবন্ধন করার সময়সীমা ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক, নিবন্ধনের জন্য পাসপোর্ট জমা দেয়া অনেকে সরকারি ছুটির কারণে ব্যাংক থেকে নিবন্ধন ভাউচার গ্রহণ করতে পারেননি। এর মধ্যে নিবন্ধন ভাউচার গ্রহণকারী অনেকে টাকা জমা দিতে পারেননি। এ জন্য হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে ১৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে পাসপোর্ট দাখিল করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনা হজ পালনে ইচ্ছুক ব্যক্তিরা শুধু ১ লাখ ৫১ হাজার ৯৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন করবেন। এর আগে প্রাথমিকভাবে হজ নিবন্ধনের সময় ১৫ মার্চ পর্যন্ত ছিল। পরে তা ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সর্বশেষ ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। মূলত করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণেই সময় বাড়ানো হয়েছে।
																			
																		














