হজযাত্রীদের ইমিগ্রেশন এখন থেকে ঢাকায় : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
হজযাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ এখন থেকে ঢাকায় সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকায় সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠকে রোড-টু-মক্কা সমঝোতা স্মারক সইয়ের পরএ কথা জানান তিনি। এছাড়াও দু-দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিষয়ক আরো একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এদিকে, সৌদি সরকারের ইচ্ছায় সে দেশে বাংলাদেশি পাসর্পোটধারী তিন লাখ রোহিঙ্গাদের নবায়নের মাধ্যমে বৈধতা দেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
প্রতিবছর গড়ে দেড় থেকে দুই লাখ মুসল্লি হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় যান। তাদের পাসর্পোট ও ভিসা জটিলতার পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে নানা হয়রানির শিকার হতে হয়।
এমন বাস্তবতায় বাংলাদেশে দু’দিনের সফররত সৌদি ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে রোড-টু-মক্কা সমঝোতা স্মারক সই হয়।
পরে ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান কামাল জানান, এ চুক্তির ফলে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া আরো সহজ হবে।
সৌদিতে প্রায় ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অবস্থান করছে। সৌদি সরকার তাদের পাসপোর্ট নবায়নের দাবি করেছে বলেও জানান তিনি।
এদিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেনপ্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।পরে বৈঠকের বিষয় তুলে ধরেন তিনি ।
ভিসা জটিলতা নিরসণের পাশাপাশি নারী শ্রমিকদের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।