সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
 - / ১৬৬৫ বার পড়া হয়েছে
 
সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল ১৬০ টাকা করা হয়েছে– যা আগে ছিল ১৬৮ টাকা।
বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তেল আমদানিকারক ও রিফাইনারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকশেষে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার বোতলজাত তেল ১৬০ টাকা, ৫ লিটার ৭৬০ এবং খোলা সয়াবিনের লিটার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম আগামী ২২ মার্চ নির্ধারণ করা হবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান ও সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।
																			
																		
















