সড়ক-মহাসড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলার সঙ্কটই বড় হয়ে দেখা দিয়েছে: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলার সঙ্কটই বড় হয়ে দেখা দিয়েছে।
বিআরটিএ’র অনিয়ম-দুর্নীতি বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ছুটির দিনে বাড়তি কাজ করে হলেও আটকে থাকা ড্রাইভিং লাইসেন্সগুলো দ্রুত ছাড় করতে হবে। দুপুরে সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, লাইসেন্সের জন্য আবেদনকারীরা হাহাকার করছে। এখন জট খুলেছে– এটাই আশার বিষয়। আগামীতে আর কোনো জট যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।