সড়ক পরিস্থিতি ভালো থাকায় এবার ঈদে মানুষের মুখে হাসি ফুটেছে: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আগের যে কোন সময়ের তুলনায় এবার ঈদে সড়ক পরিস্থিতি ভালো থাকায় মানুষের মুখে হাসি ফুটেছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক ও সেতুমন্ত্রী আরো বলেন মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করেছে এবং ফিরতি যাত্রায়ও কোন ভোগান্তি হয়নি বলে জানান তিনি। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে
তিনি আরো বলেন, দেশের মানুষের আনন্দে বিএনপির কষ্ট হয় বলে মন্তব্য করেছেন। সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে লিংক রোডে ছয় লেন সড়ক উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
দেশের এই উন্নয়ন যাতে কেউ বাধাগ্রস্থ করতে না পারে সে জন্য নেতাকর্মীদের একত্রিত থাকার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ আহ্বান জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।