সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ এবং নেত্রকোণায় ২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ এবং নেত্রকোণায় ২ জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুলে ট্রাকচাপায় বাইসাইকেলে আরোহী হাফেজ আব্দুল মোমিন নিহত হয়েছে। গেলো রাত সাড়ে ৮ টার দিকে আড়ৎ এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোমিনকে চাপা দিয়ে পাশের দোকান ঘরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নেত্রকোনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল তোফাজ্জল নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।