ময়মনসিংহ, চাঁদপুর ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে কাভার্ডভ্যান চাপায় সাকিব ও আজাহারুল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাতে দুই যুবক শেরপুর থেকে মোটরসাইকেলে ফুলপুর যাচ্ছিল। পথে শেরপুরগামী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরোহীর।
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদপুরে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বেপরোয়া গতির মোটরসাইকেলটি মহামায়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এসএসসি পরীক্ষার্থী শান্ত মারা যায়। ঢাকা আনার পথে মারা যান অন্যজন। আহত বাকী দুইজনও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরার তালা উপজেলায় মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রাকের হেলপার সালাম সরদার নিহত হয়েছেন। তিনি পাটকেলঘাটা থানার যুগিপুকরিয়া গ্রামের বাসিন্দা।