আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও ময়মনমসিংহে ৭ জন নিহত হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই বাসের ধাক্কায় পিষ্ট হয়ে অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, হিমাচল ও একুশে নামে দুই যাত্রীবাহী বাস নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা ১০টার দিকে বিপুলাসর বিহড়া সেতু থেকে ২শ’ গজ দক্ষিণে বাসগুলো একে অপরের অভারটেক করার সময় সামনে থাকা অটোরিকশা বাসের চাকায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার তিন যাত্রী। এদিকে, চান্দিনায় গেলরাতে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভাই ফিরোজ মোর্শেদ ও তৌহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
গাজীপুরে কালিয়াকৈরের মৌচাকে দুপুরে বাসচাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে।