সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও ঝিনাইদহের শৈলকুপায় ৩ জন নিহত হয়েছে।
কুমিল্লায় ইলিশ মাছ বোঝাই ট্রাক খাদে পড়ে ২জন নিহত হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, দুই ব্যক্তির মরদেহ ও দূর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশ।
ঝিনাইদহের শৈলকুপায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী কিয়াম উদ্দীন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় হান্নান পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে আটক করেছে পুলিশ।