সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও মাদারীপুরে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও মাদারীপুরে ৪ জন নিহত হয়েছে।
কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক।ভোরে একটি মাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। নিহতরা হলেন, কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম ও জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন।
মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



























