স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : নৌপ্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
সরকার স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বছর স্মারক উদ্বোধনের সময় তিনি একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি’র অগ্নি সন্ত্রাস রুখতে রাজপথে শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।এটি প্রতিপক্ষের বিরুদ্ধে কোন কর্মসূচি নয়। বিএনপি’র কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান ফাইজারসহ প্রশাসন ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।