উন্নত প্রযুক্তির অন্যতম উদাহরণ স্মার্ট টিভি। বর্তমানে স্মার্ট টিভির মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেশি-বিদেশি চ্যানেল উপভোগ করা যায় এবং ইউটিউবসহ ওটিটি প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যায়। তাছাড়া, স্মার্ট টিভির মাধ্যমে ভিডিও কল ও গেমিং সহ অন্যান্য কাজ সহজেই করা সম্ভব।
আমরা আমাদের মোবাইল ফোন ও ল্যাপটপের যেভাবে যত্ন নেই তেমনি স্মার্ট টিভিরও যত্ন নেয়া প্রয়োজন। অনেকে এই বিষয়ে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেয়া যাক কিভাবে যত্ন নিলে ভালো থাকবে আপনার স্মার্ট টিভি।
১. স্মার্ট টিভি স্থাপনের জন্য সঠিক স্থান নির্বাচন করা খুবই জরুরি। স্যাঁতস্যাঁতে বা ভেজা দেয়ালে টিভি স্থাপন করা যাবে না। এতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং, টিভির পেছনে বাতাস চলাচলের করতে পারে এমন স্থানে টিভিকে সেট করুন। এতে টিভিতে ওভার হিটিং এর সমস্যা তৈরি হবে না।
২. বিনা কারণে টিভি চালিয়ে রাখবেন না। কারণ ঘণ্টার পর ঘণ্টা টিভি ছেড়ে রাখলে এর কর্মক্ষমতা কমে যেতে পারে।
৩. টিভির কন্ট্রাস্ট লেভেল অতিমাত্রায় বাড়িয়ে রাখলে টিভির মেয়াদ ও ছবির গুণগতমান কমে যায়। তাই মাঝে মাঝে টিভির কন্ট্রাস্ট লেভেল পরিবর্তন করতে হবে।
৪. ভোল্টেজের তারতম্য দেখা দিলে টিভি বন্ধ রাখাতে হবে। তাছাড়া, ভোল্টেজের ওঠানামা কালীন সময় স্মার্ট টিভির অনাকাংখিত ক্ষতি এড়াতে টিভির সাথে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে পারেন।
৫. টিভি দেখার সময় সামান্য সমস্যা দেখা দিলেই দ্রুত সার্ভিসিং করে নিন। তা নাহলে পরে বড় কোনো সমস্যা হতে পারে।
৬. টিভির স্ক্রিন নিয়মিত পরিষ্কার করতে হবে। এতে টিভি তে ধুলাবালি জমে টিভি নষ্ট সম্ভাবনা কমে যায়।
৭. স্মার্ট টিভির স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণ কাপড় ব্যবহার না করে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। অন্যথায় টিভির স্ক্রিনে স্ক্র্যাচ পড়তে পারে।
৮. পরিষ্কার করার পূর্বে অবশ্যই টিভি আনপ্লাগ করে নিতে হবে যাতে শর্ট সার্কিট এর সমস্যা এড়ানো যায়।
৯. এখন প্রায় সব স্মার্ট টিভিই এলইডি বা এলসিডি স্ক্রিন যুক্ত হয়। তাই টিভির স্ক্রিনে সরাসরি কোনো রকম লিকুইড স্প্রে করা যাবে না। যেই কাপড় দিয়ে পরিষ্কার করবেন সেটায় স্প্রে করতে হবে।
১০. টিভিতে যাতে কোনোভাবে পানির স্পর্শ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
ঘরে স্মার্ট টিভি থাকলে উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। এতে টিভি ভালো সার্ভিস প্রদানের পাশাপাশি দীর্ঘদিন চলবে। স্মার্ট টিভি বা অ্যান্ড্রোয়েড টিভি দাম ও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন বিডিস্টল.কম এর ওয়েবসাইট থেকে।