স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পরিস্থিতি
- আপডেট সময় : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পরিস্থিতি। সহিংস ঘটনার প্রতিবাদে ডাকা ৭২ ঘন্টার সড়ক ও নৌ অবরোধের শেষ দিন চলছে আজ। আজও বন্ধ রয়েছে দুরপাল্লা ও আভ্যন্তরীন সব সড়কে যানবাহন চলাচল।
অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। যেখানে আটকা পড়েছেন প্রায় এক হাজার ৪ শত পর্যটক । এদিকে মো: মামুন হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মামুনের স্ত্রী মুক্তা আক্তার বাদি হয়ে এই মামলা দায়ের করেন।৩ আসামির সবাই বাঙ্গালী। তাদের মধ্যে ২জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এ ছাড়া, অজ্ঞাতনামা আরো ১০/১২জন পাহাড়ি ও বাঙালিকে আসামি করা হয়। গেল ১৮ বুধবার আগষ্ট ভোরে জেলা সদরের শালবন এলাকার বাসিন্দা মো: মামুনকে চুরির অভিযোগ এনে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।