স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে : হানিফ
- আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিএনপি ও জামায়াতের মনে পাকিস্তান, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা মুক্তিযুদ্ধবিরোধী কথা বলার মাধ্যমে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। দেশের সংবিধানকেও মানে না তারা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার ঘোষনা দিয়েছে ছাত্রলীগ।
রাজধানীর ফার্মগেটের শান্তি সমাবেশ করে যুবলীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরক প্রতিহত করতে যুবলীগের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।
সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজপথ দখলে রাখার হুমকি দিচ্ছে। কিন্তু যুবলীগ প্রমাণ করেছে রাজপথ বিএনপির নয়, যুবলীগের দখলে আছে।
এদিকে নগরীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। এতে সংগঠনের সভাপতি বলেন, ছাত্রসমাজকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।