স্বরূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার
- আপডেট সময় : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬১৪ বার পড়া হয়েছে
স্বরূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার। রাজনৈতিক অস্থিরতায় গেল প্রায় দুই মাস স্থবিরতা নেমে এসেছিল দেশের প্রধান এই বিনোদন কেন্দ্রে। পাঁচ শতাধিক হোটেল-মোটেল ছিল ফাঁকা, হয়ে পড়েছিল অনেকটা পর্যটকশূন্য। একারণে পর্যটন নির্ভর ব্যবসা-বাণিজ্যেও ধস নামে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই মাসে কোটা আন্দোলনের শুরু থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন খাতে প্রায় ৫’শ কোটি টাকার লোকসান হয়েছে। যা পুষিয়ে আনতে রীতিমতো হিমশিম খেতে হবে তাদের।
ধীরে ধীরে সেই চিরচেনা রূপে ফিরছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দেশের বন্যা দুর্গত এলাকাগুলো কিছুটা স্বাভাবিক হয়ে আসায় পর্যটকদের আনাগোনা বাড়ছে।পরিবার পরিজন নিয়ে জেলার পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে এ সংখ্যা আশানুরূপ নয় জানিয়ে আগতদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন পর্যটন ব্যবসায়ীরা।
এদিকে পর্যটক আসতে না পারায় কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস এবং ৩ শতাধিক রেস্তোরাঁর বেশিরভাগ খালি পড়েছিল দীর্ঘদিন। ফলে পর্যটন খাতে লোকসান গুনতে হয়েছে অন্তত: ৫০০ কোটি টাকা।
পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও সৈকত বালিয়াড়ি এবং আশপাশের পর্যটন স্পটগুলোতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে প্রতিদিন। বিশেষ করে সপ্তাহিক ছুটির দিনে মানুষের কোলাহলে কিছুটা বেশি, মুখরিত হয় পর্যটন স্পট।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হলেও আগের মতো সৈকতের কোথাও চোখে পড়ে না আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের।