স্বপ্নপূরণে ৪১ বছর ধরে আর্মি এভিয়েশন কাজ করছে : সেনাপ্রধান
- আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
সামরিক ও পুলিশ কর্মকর্তাদের পাইলট হওয়ার স্বপ্নপূরণে ৪১ বছর ধরে আর্মি এভিয়েশন কাজ করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রতিষ্ঠানটি তরুণ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশের সুযোগ করে দিচ্ছে। রাজধানীর আর্মি এভিয়েশনে, বেসিক কোর্সে অংশগ্রহণকারী সেনা, নৌ ও পুলিশের ১০ কর্মকর্তাকে ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।
ছোটবেলায় খেলনা প্লেন চালাতে চালাতে অনেকেরই শখ হয় বড় হয়ে পাইলট হবে। বিমান চালিয়ে নীল আকাশ আর মেঘের রাজ্যে পাড়ি জমাবে।
এমন স্বপ্নবাজরা অন্য পেশায় গেলেও তাদের আকাশ ছোয়ার লালিত স্বপ্ন দমে যায় না। সেনাসহ তিনবাহিনীর চৌকস সদস্যরাও রয়েছেন স্বপ্নবাজদের দলে।
রাজধানীর আর্মি এভিয়েশনে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের এমন ১০ স্বপ্নবাজকে আনুষ্ঠানিকভাবে ব্রেভেট পরিয়ে সম্মাননা জানান, সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শত চ্যালেঞ্জ মোকাবিলার পর আকাশে ওড়ার বড় চ্যালেঞ্জ পেরুনোই জীবনের সফলতম অর্জন। নারী পাইলট হিসেবে জয়ের গল্পে প্রতিবন্ধকতাও কম ছিল না বলে জানান তারা।
১৯৮১ সালে আর্মি এভিয়েশন প্রতিষ্ঠার পর থেকে স্বপ্নবাজদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বলে জানান সেনাপ্রধান।
নবাগত পাইলটরা নিজ নিজ বাহিনীতে সর্বোচ্চ মেধা ও দক্ষতার ছাপ রাখার পাশাপাশি আকাশ পথেও মেধার ছাপ রাখবেন বলে আশা প্রকাশ করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।